মানিকগঞ্জ সদর উপজেলায় ৩টি এবং সিংগাইরে ৫টি কম্বাইন্ড হারভেষ্টার দেওয়া হয়েছে। ৫০% ভতুকিতে ২৮ লাখ টাকা মূল্যের কম্বাইন্ড হারভেস্টার দেওয়া হয়েছে।
আজ বুধবার দুপুরে সদর উপজেলা পরিষদ প্রাঙ্গন থেকে কৃষকদের কাছে তিনটি এই উন্নত কৃষিযন্ত্র হস্তান্তর করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো: শাহজাহান আলী বিশ্বাস।
এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. ইসরাফিল হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ইকবাল হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা আফতাব উদ্দীন মাহমুদ, জেলা সার সমিতির সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক খান তুষার সহ কৃষি বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।
অপরদিকে, গতকাল মঙ্গলবার শ্রমিক সংকট ও ধানের উৎপাদন খরচ কমাতে কৃষকের মাঝে কম্বাইন্ড হারভেস্টার বিতরণ করেন মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য মমতাজ বেগম।
মঙ্গলবার বিকেলে সিংগাইর উপজেলা চত্ত্বরে ৫টি কম্বাইন্ড হারভেস্টার বিতরণ করা হয়। এ সকল হারভেস্টার দিয়ে প্রতি ঘন্টায় ২ একর জমির ধান কর্তণ ও মারাই করা যাবে এতে মাত্র ৬ লিটার ডিজেল খরচ হবে।
বিডি-প্রতিদিন/সিফাত আব্দুল্লাহ