লালমনিরহাটের আদিতমারীতে জমির সীমানা নিয়ে দ্বন্দ্বে আহত কলেজছাত্র রিয়াজ ইসলাম মারা গেছেন। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ বুধবার সকালে মারা যান তিনি।
নিহত রিয়াজ ইসলাম ওই গ্রামের কৃষক নায়েব আলীর ছেলে ও লালমনিরহাট সরকারি কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন।
পুলিশ জানায়, মঙ্গলবার দুপুরে জমির আইল কাটা নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে আসামিরা কলেজছাত্র রিয়াজ ইসলাম, তার বাবা সায়েব আলী ও মা মিনা বেগমকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও লাঠি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে। রিয়াজের মাথায় বল্লম দিয়ে আঘাত করায় তাকে গুরুতর অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ও তার আহত বাবা-মাকে আদিতমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে আজ বুধবার সকালে রিয়াজ ইসলাম মারা যান।
এ ঘটনায় থানায় মামলা হলে পুলিশ চারজনকে গ্রেফতার করে। গ্রেফতাররা হলেন, সিরাজুল ইসলাম, রিয়াজুল ইসলাম, জামিলা বেগম ও আয়শা খাতুন। তারা সবাই পূর্ব ভেলাবাড়ী গ্রামের বাসিন্দা।
আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, এ ঘটনায় থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছে। পুলিশ চার আসামিকে গ্রেফতার করেছে। বাকি আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।
বিডি প্রতিদিন/এনায়েত করিম