কালবৈশাখী ঝড়ের কবলে পরে বরিশালের হিজলা উপজেলার মেঘনা নদীতে ট্রলার ডুবে ২ শ্রমিকের মৃত্যু হয়েছে। আজ বুধবার সকাল সাড়ে ৭টায় ওই উপজলোর মেমানিয়া ইউনিয়নের মেঘনা নদীর শাখা নদীতে এই দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনার প্রায় ৫ ঘন্টা পর আজ বেলা ১২টার দিকে দুর্ঘটনাস্থলের অদূরে নদী থেকে স্থানীয়দের সহায়তায় দুই জনের লাশ উদ্ধার করে পুলিশ। এরা হলেন- আব্দুর রব ব্যাপারী (৫৫) এবং কাদের ব্যাপারী (২২)।
বরিশালের পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম জানান, হিজলার মেমানিয়া এলাকার বাসিন্দা তারু সরদার নিজ ক্ষেতের সয়াবিন তোলার জন্য বুধবার সকাল ৭টার দিকে ভাড়া করা শ্রমিকদের নিয়ে একটি ট্রলারযোগে চরের উদ্দেশ্যে যাচ্ছিলেন। পথিমধ্যে ঝড় শুরু হলে ওই ট্রলারটি মাঝ নদীতে ১১জন যাত্রীসহ ডুবে যায়। দুই জন ছাড়া বাকি সবাই সাঁতরে তীরে উঠতে সক্ষম হয়। বেলা ১২টার দিকে ওই নদীর অদূরে ২ জনের মরদেহ ভেসে উঠলে এলাকাবাসী পুলিশে খবর দেয়। পুলিশ তাদের লাশ উদ্ধার করে।
এ ঘটনায় আইনগতসহ ক্ষতিগ্রস্থ দুই পরিবারকে সার্বিক সহায়তা করার কথা বলেন বরিশালের জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান।
স্থানীয় আবহাওয়া অফিস জানায়, বুধবার সকাল সোয়া ৭টার দিকে বরিশালের উপর দিয়ে তীব্র বেগে কাল বৈশাখী ঝড় বয়ে যায়। এ সময় বাতাসের সর্বোচ্চ গতিবেগ ছিল ঘন্টায় ৬৪ কিলোমিটার। এ সময় বজ্রসহ ভারি বৃষ্টি হয়। সকাল ৯টা ২০ মিনিটে বৃষ্টি শেষ হয়। এই সময় পর্যন্ত ১১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করে আবহাওয়া অফিস। আরও বৃস্টি হতে পারে বলে আভাস দিয়েছেন তারা।
বিডি-প্রতিদিন/সিফাত আব্দুল্লাহ