৬ মে, ২০২০ ১৭:২১

চাল বিতরণে অনিয়ম, শ্রীমঙ্গলে দুই ইউপি মেম্বার বরখাস্ত

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি

চাল বিতরণে অনিয়ম, শ্রীমঙ্গলে দুই ইউপি মেম্বার বরখাস্ত

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সরকারি চাল বিতরণে অনিয়ম করায় উপজেলার কালাপুর ইউনিয়নের দুই জন ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্যকে সাময়িক বরখাস্ত করছে স্থানীয় সরকার মন্ত্রণালয়।

তারা হলেন, কালাপুর ইউনিয়ন পরিষদের ৩নং ওয়ার্ডের সদস্য মুজিবুর রহমান ও ১, ২ ও ৩ নং ওয়ার্ডের সংরক্ষিত আসনের সদস্য সাহিদা আক্তার রুপা। 

মঙ্গলবার স্থানীয় সরকার বিভাগ থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়। 

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ওই দুই ইউপি সদস্যের বিরোদ্ধে সরকারি খাদ্যবান্ধব চাল বিতরণে অনিয়মের অভিযোগ স্থানীয় তদন্তে প্রমাণিত হয়েছে। তাই তাদের অপরাধমূলক কার্যক্রমের প্রেক্ষিতে তাদের দ্বারা ইউনিয়ন পরিষদের ক্ষমতা প্রশাসনিক দৃষ্টিকোণে সমীচীন মর্মে বলে সরকার মনে করে। তাই তাদেরকে স্বীয়পদ থেকে সাময়িক বরখাস্ত করা হয়। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম জানান, মন্ত্রণালয় থেকে তাদের সাময়িক বরখাস্ত করে কারণ দর্শানোর জন্য বলা হয়েছে। 

বিডি-প্রতিদিন/বাজিত হোসেন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর