কিশোরগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সদস্য শেখ মুজিবুর রহমান ইকবাল করোনাভাইরাসের কারণে কর্মহীন হয়ে পড়া অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন। তিনি পর্যায়ক্রমে বাজিতপুর ও নিকলী উপজেলার সাত হাজার পরিবারকে খাদ্য সহায়তা দিয়েছেন।
আজ বুধবার নিকলী উপজেলায় ২২০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। বিএনপির নেতাকর্মীরা বিভিন্ন ইউনিয়নে এ কার্যক্রমে সহযোগিতা করেন। খাদ্যসামগ্রীর প্রতি প্যাকেটে রয়েছে পাঁচ কেজি চাল, দুই কেজি ডাল, দুই কেজি আলু, এক কেজি ছোলা, দুই কেজি পিয়াজ, এক লিটার তেল ও একটি সাবান।
শেখ মুজিবুর রহমান ইকবাল বলেন, বাজিতপুর ও নিকলীতে মোট সাত হাজার পরিবারের মাঝে খাদ্যসামগ্রী দেওয়া হয়েছে। এর আগে বাজিতপুরে চার হাজার ৮০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
এসময় তিনি আরও বলেন, মুক্তিযুদ্ধের সময় দেশের স্বাধীনতার জন্য যেভাবে ঐক্যবদ্ধভাবে ঝাঁপিয়ে পড়েছিলাম, ঠিক তেমনই করোনা মোকাবেলায় দলমত নির্বিশেষে এক হয়ে কাজ করতে হবে। এখন সবার একটাই শ্লোগান হওয়া উচিৎ ‘মানুষ মানুষের জন্য’।
বিডি-প্রতিদিন/শফিক