ত্রাণ নিয়ে অসহায় বেদে পরিবারের পাশে দাঁড়ালেন ময়মনসিংহের ফুলপুর থানার ওসি ইমারত হোসেন গাজী। পুলিশ সুপার মোহাম্মদ আহমার উজ্জামানের নির্দেশনায় বেদেদের পাশে দাঁড়ান তিনি।
মহামারী করোনাভাইরাসের কারণে দীর্ঘদিন ধরে কর্মবিমুখ হয়ে পড়া বেদেরা দুর্বিসহ জীবন যাপন করে আসছিল। লকডাউনের কারণে দেশেও ফিরতে পারছিল না তারা। তাই তাদের সহযোগিতায় এগিয়ে এসেছে ফুলপুর থানার পুলিশ।
উপজেলার হাটপাগলা বাজারের পাশে ও আমুয়াকান্দা ব্রিজ সংলগ্ন পুরাতন ডাকবাংলাস্থ খরিয়া নদীর পাড়ে খোলা মাঠে কয়েক মাস যাবৎ পলিথিন প্যাঁচানো ঝুঁপড়িতে তাদের বসবাস। বৃষ্টি বাদলে নাকাল কর্মহীন বেদে পরিবারের কষ্টের কথা শুনে দ্রুত ত্রাণ সামগ্রী নিয়ে হাজির হন ফুলপুর থানার অফিসার ইন-চার্জ (ওসি) ইমারত হোসেন গাজী।
হাটপাগলায় ১৪টি ও খরিয়া পাড়ের ৬টিসহ মোট ২০টি বেদে পরিবারে প্রত্যেককে ৫ কেজি করে চাল, ১ কেজি পিয়াজ, ১ কেজি আলু, আধা কেজি ডাল ও ১টি করে সাবান দেওয়া হয়। ত্রাণ বিতরণের সময় থানার সেকেন্ড অফিসার এসআই মাহবুবুল আলমসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন