ময়মনসিংহের নান্দাইল উপজেলার নান্দাইল চৌরাস্তা এলাকা থেকে ৮০০ পিস ইয়াবাসহ তিন মাদক পাচারকারীকে আটক করেছে থানা পুলিশ।
আজ বুধবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া কসবা থেকে ইয়াবা নিয়ে আসার সময় গোপন সংবাদের ভিত্তিতে নান্দাইল মডেল থানা পুলিশ একটি নাম্বারবিহীন পিকআপসহ তাদেরকে আটক করেন।
আটককৃতরা হলেন উপজেলার চন্ডীপাশা ইউনিয়নের বীরঘোষপালা গ্রামের আব্দুল কদ্দুছের ছেলে আবুল বাশার(৩০), নান্দাইল ইউনিয়নের ভাটিচারিয়া গ্রামের সাইদুল ইসলামের ছেলে সাগর(১৯) ও পৌর এলাকার পাছপাড়া গ্রামের শহীদ মিয়ার ছেলে রাজু (২০)।
নান্দাইল মডেল থানার উপ-পরিদর্শক আবু তালেব এ তথ্য নিশ্চিত করে জানান, আটককৃতদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।
বিডি-প্রতিদিন/সিফাত আব্দুল্লাহ