মুন্সীগঞ্জ সদর উপজেলার পঞ্চসার ইউনিয়নের মালিরপাথর এলাকায় ৩ কোটি ৬০ লাখ মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করেছে মৎস অধিদপ্তর ও নৌ-পুলিশ।
বুধবার সকাল থেকে দুপুর ৩ টা পর্যন্ত এই অভিযান চলে। উপজেলা মৎস্য কর্মকর্তা মো. জহিরুল ইসলাম আকন্দ বলেন, ৮ টি স্থপনায় মজুদ করে লুকিয়ে রাখা অবৈধ কারেন্ট জালগুলো উদ্ধার করে মিরকাদিম পুলিশফাড়িতে নিয়ে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। অভিযান চলাকালীন সময়ে একটি স্থাপনায়ও কাউকে জালের মালিকানা দাবী করতে দেখা যায়নি।
এ সময় উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. জহিরুল ইসলাম আকন্দ ও মুক্তারপুর নৌ- পুলিশ ফাড়ির ইনচার্জ মো. কবির হোসেন খান। পরে অবৈধ কারেন্ট জাল মুক্তারপুর ধলেশ্বরী নদীর পাড়ে পুড়িয়ে বিনষ্ট করা হয়।
বিডি প্রতিদিন/হিমেল