সিরাজগঞ্জের শাহজাদপুরে ত্রাণ সহায়তার দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে বাস শ্রমিকরা। বুধবার দুপুরে বগুড়া-নগরবাড়ী মহাসড়কের বিসিক বাসস্ট্যান্ডে শ্রমিকরা অবরোধ ঘন্টাব্যাপী এ কর্মসূচি পালন করেন। পরে নেতাদের হস্তক্ষেপে শ্রমিকরা অবরোধ তুলে নেয়।
বিক্ষোভকারী শ্রমিক মোক্তার হোসেন, রাজিব হোসেন, খোকন মিয়া, রায়হান আলী, আরিফ হোসেন, আব্দুল মতিন, আক্কেল আলী, সানোয়ার হোসেন, আবু জাফর ও নাজমুল হোসেন জানান, করোনার কারণে প্রায় দেড় মাস ধরে শাহজাদপুর উপজেলার সকল বাস-কোচ চলাচল বন্ধ রয়েছে।
ফলে এ উপজেলার প্রায় ৪ হাজার বাস শ্রমিক কর্মহীন হয়ে পড়েছে। শ্রমিকদের ঘরে খাবার নেই। শ্রমিক নেতারাও খোঁজ নেয় না। সরকারিভাবে যে বরাদ্দ আসে তা নেতারাও ভাগবাটোয়ারা করে নেয়। কল্যাণ ফান্ডের টাকা থেকেও কোন সহায়তা করা হচ্ছে না। এ অবস্থায় হয় শ্রমিকরা খাদ্য নতুবা বাস চালুর দাবি জানান।
খবর পেয়ে দুপুরে শাহজাদপুরে অবস্থিত সিরাজগঞ্জ জেলা মটর শ্রমিক ইউনিয়নের নেতারা এসে শ্রমিকদের দাবি মেনে নিয়ে নগদ টাকা অথবা খাদ্যসামগ্রী দেওয়ার আশ্বাস দিলে তারা বৃহস্পতিবার সকাল ১০টা পর্যন্ত কর্মসূচি স্থগিত করেন।
শাহজাদপুর থানার ইন্সপেক্টর (তদন্ত) মো. ফজলে আশিক বলেন, খাদ্য অথবা বাস চালুর দাবিতে কিছু সংখ্যক শ্রমিক সড়ক অবরোধ করলেও পুলিশ ঘটনাস্থলে পৌঁছার আগেই তারা শ্রমিক নেতৃবৃন্দের আশ্বাসে অবরোধ তুলে নিয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
বিডি প্রতিদিন/আল আমীন