রাস্তায় বস্তা ফেলে ট্রাক থামিয়ে ছিনতাইকালে তিন ছিনতাইকারীকে আটক করে পুলিশে দিল স্থানীয় জনতা। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (৬ মে) দিবাগত রাত তিনটার দিকে ঢাকা- টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুর উপজেলার দেওহাটা ব্রীজের কাছে।
আটককৃতরা হলেন উপজেলার রশিদ দেওহাটা গ্রামের ওমর আলীর ছেলে রাজ্জাক (২৬), ফজল হকের ছেলে সবির হোসেন(২৮) এবং মীর দেওহাটা চরপাড়া গ্রামের খোরশেদ আলীর ছেলে মনির হোসেন (৩০)।
পুলিশ জানায়, মহসড়কের ওই স্থানে রাত তিনটার দিকে আটককৃতরা বস্তা ফেলে ট্রাকের গতিরোধ করে। এসময় ট্রাকের চালক ও হেলপারকে অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা ও মোবাইল ছিনিয়ে নেয়। তাদের আত্মচিৎকারে স্থানীয় লোকজন ছুটে এসে তাদের উদ্ধার করে এবং তিন ছিনতাইকারীকে আটক করে হাইওয়ে পুলিশের কাছে সোপর্দ করে। পরে হাইওয়ে পুলিশ ছিনতাইকারীদের মির্জাপুর থানায় হস্তান্তর করে।
মির্জাপুর থানার অফিসার ইনচার্জ মো. সায়েদুর রহমান বলেন, আটককৃতদের নামে ডাকাতির প্রস্তুতি মামলা হয়েছে। আজ বুধবার সকালে তাদের টাঙ্গাইল জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
বিডি-প্রতিদিন/সিফাত আব্দুল্লাহ