রাজশাহী মেডিকেল কলেজের করোনা ল্যাবে আজ ৯ জনের করোনা শনাক্ত হয়েছে। তাদের সবার বাড়ি চাঁপাইনবাবগঞ্জে। এদের মধ্যে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় ৩, নাচোল উপজেলায় ৩, ভোলাহাট উপজেলায় ২, শিবগঞ্জ উপজেলার ১ জন । এ নিয়ে এ জেলায় করোনা আক্রান্তের সংখ্যা একদিনেই চারগুণ বেড়ে গেলো। ফলে এখন এ জেলায় আক্রান্তের সংখ্যা ১১ জন। সিভিল সার্জন ডাক্তার জাহিদ নজরুল চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে রাজশাহীজুড়ে করোনার প্রভাব বিস্তার করলেও চাঁপাইনবাবগঞ্জ ও সিরাজঞ্জ ছিল অনেকটা ভিন্ন। এ দুটি জেলাতে দুজন করে মাত্র করোনা পজেটিভ পাওয়া গিয়েছিল। তবে মঙ্গলবার সিরাজগঞ্জে আরও একজনের শরীরে করোনা পজেটিভ পাওয়ার পরে আজ বুধবার চাঁপাইনবাবগঞ্জেও সংখ্যা চার গুণেরও বেশি দাঁড়ালো ১১ জনে।
বিডি প্রতিদিন/আল আমীন