নরসিংদীতে ভাসমান, কর্মহীন, ছিন্নমূল খেটে খাওয়া অসহায় মানুষ, প্রতিবন্ধী ও পরিবহন শ্রমিক, হেলপারদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।
আজ বুধবার বিকেলে জেলা পুলিশের উদ্যেগে পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার বিপিএম (বার) পিপিএম নিজে উপস্থিত থেকে ৫ শতাধিক মানুষের মধ্যে এসব ইফতার সামগ্রী বিতরণ করেন।
আজ বুধবার বিকেলে থেকে নরসিংদী সদর থানাধীন সাহেপ্রতাব মোড়, নতুন বাসস্ট্যান্ড, রেলস্টেশন, শাপলা চত্বর এলাকায় পরিবহন শ্রমিক, হেলপার, ছিন্নমূল, খেটে খাওয়া, ভাসমান, কর্মহীন, প্রতিবন্ধীদের মাঝে ৫০০ প্যাকেট ইফতার সামগ্রী বিতরণ করেন।
এসময় সামাজিক দুরত্ব বজায় ও স্বাস্থ্য বিধি মেনে চলার জন্য সকলকে সচেতনভাবে চলাচলের উপদেশ প্রদান করা হয়। জেলা পুলিশের পক্ষ থেকে এ কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছেন জেলা পুলিশের মুখপাত্র ও মিডিয়া সমন্বয়কারী পুলিশ পরিদর্শক রুপম কুমার সরকার।
বিডি-প্রতিদিন/সিফাত আব্দুল্লাহ