ত্রাণের দাবিতে নীলফামারী শহরের কালিবাড়ী মোড়ে প্রধান সড়ক ২ ঘন্টা অবরোধ করে রাখে ২ শতাধিক কর্মহীন রিকশা শ্রমিক। এ সময় অভুক্ত শ্রমিকেরা খাবারের দাবিতে বিভিন্ন শ্লোগান দেয়।
বুধবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত শ্রমিক অবরোধে সড়কের দুই পার্শ্বে আটকা পড়ে বিপুল সংখ্যক জরুরি সেবার পরিবহন, নিত্য প্রয়োজনীয় পণ্য বহনকারী গাড়িসহ বিপুল সংখ্যক যানবাহন।
বিষয়টি জানতে পেয়ে নীলফামারী পৌরসভার মেয়র দেওয়ান কামাল আহমেদ, উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহিদ মাহমুদ ও উপজেলা নির্বাহী কর্মকর্তা এলিনা আকতার ঘটনাস্থলে উপস্থিত হয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিলে কর্মসূচি প্রত্যাহার করে নেন তারা।
শ্রমিকরা অভিযোগ করেন এক মাস হলেও কোন সরকারি সহায়তা পাইনি আমরা। এজন্য জাতীয় পরিচয় পত্রের ফটোকপি জমা দেয়া হয়েছে বিভিন্ন মাধ্যমে।
বিক্ষোভকারীদের আশ্বস্ত করে ইউএনও এলিনা আকতার বলেন, আপনারা যারা খাদ্য সহায়তার আওতায় আসেননি তারা তালিকা করে আমাকে দেন সেটি নিয়ে আমি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো।
বিডি প্রতিদিন/আল আমীন