ফেসবুক ম্যাসেঞ্জারে যোগাযোগ করে বগুড়া শহরের এলাকার এক নিম্ন মধ্যবিত্ত পরিবারের সদস্য খাবার চাইলেন। তার জানানোর পরপরই সে পরিবারে খাদ্যসামগ্রী পৌঁছে দিলেন বগুড়া জেলা যুবলীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম ডাবলু। সামাজিক মর্যাদার কারণে তিনি সবার সামনে খাবার নিতে পারেননি। খাবার পৌঁছে দেবার পর সেই পরিবারের ঠিকানাও তিনি প্রকাশ করেননি।
রাতে তিনি খাবার চাইলে তাকে খাবার পৌঁছে দেওয়া হয়েছে বলে জানান যুবলীগ নেতা আমিনুল ইসলাম। একই সাথে আমিনুল ইসলাম ডাবলু বুধবার ও মঙ্গলবার রাতে বগুড়া শহরের গোয়ালগাড়ী, পালশা আর্দশ কলেজ সংলগ্ন এলাকায় খাদ্য সহায়তা প্রদান করেন। নিম্ন মধ্যবৃত্ত পরিবারের ঘরে ঘরে চাল, ডাল, গুড়ো দুধ, তেল, লবণ, সেমাই, আলু খাদ্য সহায়তা হিসেবে দেওয়া হচ্ছে।
বিডি প্রতিদিন/আল আমীন