করোনা দুর্যোগে খাদ্য সহায়তা কর্মসূচির মাধ্যমে ২৪তম বিসিএস ক্যাডার ফোরাম কুড়িগ্রামে ৫ শতাধিক দলিত পরিবারে ত্রান সহায়তা প্রদান করেছে।
আজ বুধবার দুপুরে কুড়িগ্রাম জেলা স্টেডিয়াম মাঠে ত্রান বিতরণে সহায়তা করে কুড়িগ্রাম জেলা পুলিশ বিভাগ। কুড়িগ্রাম সদরে ৩ শতাধিক এবং উলিপুর, নাগেশ্বরী ও কচাকাটা থানায় ২ শতাধিক পরিবারসহ মোট ৫ শতাধিক হরিজন, রবিদাস, নরসুন্দরসহ দলিত পরিবারে এসব ত্রাণ সহায়তা প্রদান করা হয়।
এসময় উপস্থিত ছিলেন ২৪তম বিসিএস ক্যাডার ফোরামের সদস্য ও কুড়িগ্রামের পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম খান বিপিএম, পুলিশ সুপার পদমর্যাদাপ্রাপ্ত অতিরিক্ত পুলিশ সুপার মেনহাজুল আলম, সদর থানার অফিসার ইনচার্জ মাহফুজার রহমান, কুড়িগ্রাম প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট আহসান হাবীব নীলু, সাধারণ সম্পাদক আতাউর রহমান বিপ্লব, কুড়িগ্রাম টেলিভিশন রিপোর্টার্স ফোরামের আহবায়ক হুমায়ুন কবির সূর্য প্রমুখ। পরিবারগুলোকে চাল, ডাল, আটা, তেল ও সাবানসহ প্যাকেজ হস্তান্তর করা হয়।
বিডি-প্রতিদিন/সিফাত আব্দুল্লাহ