নারায়ণগঞ্জের রূপগঞ্জের চনপাড়া পূর্ণবাসন কেন্দ্রের যুবলীগ নেতা আনোয়ার হোসেনকে তার প্রতিপক্ষ বজলু বাহিনীর লোকজন কুপিয়ে হত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
আজ বুধবার দুপুর ১টায় উপজেলার পূর্বগ্রামে এ ঘটনা ঘটে। এর জের ধরে আনোয়ার বাহিনীর লোকজন দুপুর দেড়টায় পূর্বগ্রামের বজলু বাহিনীর সদস্য সানাউল্লাহর বাড়িসহ নিরীহ আরও শতাধীক বাড়িঘর ও দোকানপাট ভাঙচুর লুটপাট করে। এতে কয়েক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্থ্য পরিবারের সদস্যরা জানিয়েছেন।
হত্যাকান্ডের ঘটনায় বজলু বাহিনীর সদস্য অজিউল্লাকে (৪৫) আটক করেছে পুলিশ। বর্তমানে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। নিহত যুবলীগ নেতা আনোয়ার হোসেন চনপাড়া পূর্ণবাসন কেন্দ্রের মৃত বাদশা মাঝির ছেলে।
জানা যায়, চনপাড়া পূর্নবাসন কেন্দ্রের আধিপত্য বিস্তার নিয়ে যুবলীগ নেতা আনোয়ার হোসেনের সাথে পূর্নবাসন কেন্দ্রের অপর সন্ত্রাসী বজলুর রহমান বজলুর দীর্ঘ দিন ধরে বিরোধ চলে আসছিল। গত মঙ্গলবার সকালে আনোয়ারের সঙ্গে বজলু বাহিনীর সদস্য সানাউল্লাহর কথা কাটাকাটি হয়। পরে আনোয়ারের লোকজন সানাউল্লাহর ভাই সালাউদ্দিনকে মারধর করে।
এ ঘটনার জেরেই আজ বুধবার দুপুর ১২টার দিকে বজলু বাহিনীর সদস্য সানাউল্লাহন অপর ভাই অলিউল্লাহর সঙ্গে আনোয়ারের বাকবিতন্ডা হয়। এক পর্যায়ে দুপুর ১টার দিকে অলিউল্লাহ ছুড়ি নিয়ে আনোয়ারের বাসায় ঢুকে আনোয়ারকে এলোপাথারি কুপিয়ে জখম করে। পরে পরিবারের লোকজন মুমুর্ষ অবস্থায় আনোয়ারকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে ঢাকা মেডিকেল কলেজে পাঠিয়ে দেন। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
বজলু ও তার বাহিনীর রিরুদ্ধে এলাকায় মাদক ব্যবসা, বিচার-সালিসে অর্থ আদায়, পানির সিন্ডিকেটসহ বিস্তর অভিযোগ রয়েছে। কয়েকটি মামলাও রয়েছে বজলু ও তার বাহিনীর বিরুদ্ধে।
এদিকে, যুবলীগ নেতা আনোয়ারের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে আনোয়ারের লোকজন বজলু বাহিনীর সদস্য সানাউলারাহ বাড়িসহ আর শতাধীক নিরীহ লোকজনের বাড়ি-ঘরে হামলা ও লুটপাট চালায়। এসময় হামলাকারীরা নগদ টাকা, স্বর্ণঅলংকার, টিভি ফ্রিজসহ কোটি কোটি টাকার মালামাল লুটে নেয়। বাধা দিতে গিয়ে পুর্বগ্রামের জহিরুল, সহিদ, আমজাত, আলামিন, হানিফ, চাঁন মিয়া, শাহিনসহ প্রায় ৫০ জন নারী পুরুষ আহত হন।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান বলেন, এ ঘটনায় ২ টি মামলা প্রক্রিয়াধীন রয়েছে। চনপাড়া পূর্ণবাসন কেন্দ্রের প্রবেশ মুখে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। আপাতত পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এছাড়া যাতে আর কোন ঘটনা ঘটাতে না পারে সে ব্যপারে পুলিশ প্রস্তুত রয়েছে।
বিডি-প্রতিদিন/সিফাত আব্দুল্লাহ