সিলেটের বিশ্বনাথ উপজেলার তিনশত দুস্থ আনসার ও ভিডিপি সদস্যদের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে। আজ সোমবার দুপুুরে উপজেলার রামসুন্দর স্কুল মাঠে সামাজিক দূরত্ব বজায় রেখে তাদেরকে ত্রাণ দেয়া হয়। বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল শরিফ কায়কোবাদ’র উদ্যোগে এ খাদ্য সহায়তা দেওয়া হয়।
উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা আমীর হোসেন জানান, ডিজি স্যারের উদ্যোগে উপজেলার তিনশত নারী-পুরুষ সদস্যদের খাদ্য সহায়তা দেয়া হয়েছে। খাদ্যসামগ্রীর মধ্যে ছিল ৫ কেজি চাল, ১ কেজি ডাল, ২ কেজি আলু, ১ কেজি পিয়াজ, ১ লিটার সয়াবিন, ১ পিস সাবান ও মাস্ক।
বিডি প্রতিদিন/হিমেল