মাদারীপুর জেলার শিবচরে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তবে পরিবারের দাবি, পরিকল্পিতভাবে হত্যা করে ফেলে রেখে গেছে দুর্বৃত্তরা। আজ বৃহস্পতিবার ভোরে উপজেলার কুতুবপুর ইউনিয়নের ফালু মাদবরেরকান্দি গ্রামের নুরু ঘরামীর ছেলে।
পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার রাত সাড়ে ১১টার দিকে তার চাচাতো ভাই হারুন ঘরামী 'কথা আছে' বলে তাকে ঘর থেকে ডেকে নিয়ে যায়। পরে দীর্ঘক্ষণ পেরিয়ে গেলেও কালাম ঘরামী ঘরে ফিরে না আসায় পরিবারের লোকজন খোঁজাখুঁজি করতে থাকে। এ সময় চাচাতো ভাই হারুন ঘরামীকে জিজ্ঞেস করেও কোনো সদুত্তর পায়নি নিহত কালাম ঘরামীর পরিবার।
পরে রাত তিনটার দিকে বাড়ির পশ্চিম পাশের একটি বাগানে গাছের সাথে ঝুলন্ত অবস্থায় তার মৃতদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পরে ভোর ৬টার দিকে পুলিশ এসে লাশটি উদ্ধার করে।
নিহত কালাম ঘরামীর বাবা নুরু ঘরামী জানান, জমি-জমা নিয়ে তার ভাতিজা হারুনের সাথে অনেকদিন ধরেই তাদের বিরোধ চলে আসছিল। রাতে হারুন তার ছেলেকে ডেকে নিয়ে গেছে। আর সকালে ছেলের মৃতদেহ পেলেন পাশের বাগানে। তার ছেলেকে ডেকে নিয়ে হত্যা করা হয়েছে বলে তিনি দাবি করেন।
শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে মাদারীপুর মর্গে প্রেরণ করে। এই বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার