দিনাজপুরের চিরিরবন্দরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-মেয়ের মৃত্যু হয়েছে। বুধবার সন্ধ্যার পর ঘরের বারান্দায় কাপড় আনতে গিলে এ দুর্ঘটনা ঘটে।
মৃতরা হলেন, চিরিরবন্দর উপজেলার পুনট্রি ইউনিয়নের পুনট্রি গ্রামের হেমন্ত চন্দ্র রায়ের মেয়ে শাপলা রানী রায় (৩৫) ও তার স্ত্রী সাবিত্রি রানী রায় (৫৫)।
এলাকাবাসীরা জানায়, বুধবার সন্ধ্যার পরে নিজ বাড়ির বারান্দায় মা ও মেয়ে বাড়ির বিভিন্ন জায়গা পরিষ্কার করছিল। সে সময় ভেজা কাপড় তুলতে গিয়ে হঠাৎ মেয়ে শাপলা রানী বিদ্যুতের তারে স্পর্শ হয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়। মেয়েকে বাঁচাতে মা সাবিত্রী রাণী দৌড়ে মেয়েকে স্পর্শ করলে ঘটনাস্থলে দু'জনেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হয়। এসময় বাড়ির অন্য সদস্যরা চিৎকার করলে প্রতিবেশীরা গিয়ে তাদের উদ্ধার করে। তারা তাদের দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। এর কিছুক্ষণ পরই তারা মারা যান।
ঘটনার সত্যতা নিশ্চিত করে চিরিরবন্দর থানার ওসি সুব্রত কুমার সরকার জানান, বুধবার দিবাগত সন্ধ্যার পর সাবিত্রী রানী রায় ও শাপলা রানী নামে মা-মেয়ে মারা যান। কাপড় শুকানোর তারে বিদ্যুৎ লাইনের তার জড়িয়ে যাওয়ায় এই দুর্ঘটনা ঘটেছে বলে পুলিশের ধারণা।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন