কুমিল্লার নাঙ্গলকোট উপজেলায় মধ্যবিত্ত পরিবারের মধ্যে সরকারি খাদ্যসামগ্রী বিতরণ কর্মসূচি অব্যাহত রয়েছে। আজ বৃহস্পতিবার উপজেলার আদ্রা দক্ষিণ ইউনিয়নের সাড়ে চার শতাধিক সমস্যাগ্রস্ত পরিবারের মধ্যে নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
জানা যায়, চলমান করোনাভাইরাসের প্রভাবে মধ্যবিত্ত পরিবারের অসংখ্য মানুষ কর্মহীন হয়ে পড়েছে। তাদের সমস্যার কথা বিবেচনায় নিয়ে সরকার বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করেছে। এরই প্রেক্ষিতে মধ্যবিত্ত পরিবারের জন্য নিত্যপ্রয়োজনী খাদ্যসামগ্রী বরাদ্দ দেওয়া হয়েছে। নাঙ্গলকোট উপজেলার বিভিন্ন ইউনিয়নে এসব খাদ্যসামগ্রী বিতরণ অব্যাহত রয়েছে। আজ উপজেলার আদ্রা দক্ষিণ ইউনিয়নের ৪৫৪টি মধ্যবিত্ত পরিবারের মধ্যে এসব খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি উপসহকারি কর্মকর্তা আফাজ উদ্দিন, ইউপি চেয়ারম্যান আবদুল ওহাব, নাঙ্গলকোট প্রেস ক্লাব আহবায়ক ও সময়ের দর্পণ সম্পাদক এএফএম শোয়ায়েব, ইউপি সদস্য জামাল হোসেন, ছাত্রলীগ নেতা মানিক ভূঁইয়া প্রমুখ।
বিডি প্রতিদিন/আল আমীন