বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় রাজবাড়ীতে করোনাভাইরাসে কর্মহীন হয়ে পড়া দুইশ অসহায় মানুষের মাঝে দশ কেজি করে চাল বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সকালে রাজবাড়ী পৌরসভার স্টেশন মসজিদ সংলগ্ন নিজস্ব বাসভবনে জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড. এম এ খালেকের অয়োজনে এসব খাদ্যখাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
খাদ্যসামগ্রী বিতরণকালে রাজবাড়ী জেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও জেলা বিএনপির সাবেক সাবেক সাংগঠনিক সম্পাদক রইচ উদ্দিন ডিউক, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও জেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক খোন্দকার নুরুল নেওয়াজ, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি ও জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক গোলাম কাশেম, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোস্তাফিজুর রহমান লিখন, জাতীয়তাবাদী মৎসজীবী দলের আহবায়ক আব্দুল হক, জেলা শ্রমিক দলের সদস্য সচিব শাহ মো. ফারুক, জেলা যুবদলের সাবেক সহসভাপতি আব্দুর বর, জেলা যুবদলের সাবেক সহসভাপতি মাসুদুর রহমান লাল, জেলা বিএনপির তথ্য বিষয়ক সম্পাদক জিয়াউল হাসান আরিফ, পৌর বিএনপির সদস্য মশিউর রহমান বকুল, জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক এম এ খালেদ পাভেল, জেলা ছাত্রদলের সাবেক সহসাংগঠনিক সম্পাদক রাসেল শেখ, জেলা ছাত্রদল নেতা আরজাদ হোসেন আজাদ, ছাত্রনেতা নিশাত হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/আল আমীন