টানা ৪৫ দিন ধরে দরিদ্র কর্মহীন মানুষের কাছে খাদ্য সহায়তা পৌঁছে যাচ্ছে মাগুরা জেলা যুবলীগের হটলাইন টিম। এ টিমের সার্বিক কার্যক্রম পরিচালনা করছেন জেলা যুবলীগের আহবায়ক ফজলুর রহমান। খাদ্যের প্রয়োজনে দিন-রাতে যে কোন সময় যে কেউ ফোন দিলে দ্রুততার সাথে তার বাড়িতে খাবার পৌঁছে দিচ্ছে যুবলীগ কর্মীরা। মাগুরা-১ আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর এ কাজে সার্বিক সহযোগিতায় দেড় মাসে ৩ হাজার মানুষের কাছে এ সহায়তা পৌঁছেছে।
এ ব্যাপারে মাগুরা জেলা যুবলীগের আহবায়ক ফজলুর রহমান জানান, মাগুরা-১ আসনের সংসদ সদস্য সাইফুজ্জামান শিখরের ব্যক্তিগত অর্থায়ন ও সদিচ্ছায় এই হটলাইন সার্ভিসটি ১ এপ্রিল থেকে চালু হয়েছে। চলমান করোনা পরিস্থিতিতে যুবলীগের নেতাকর্মীরা হটলাইন সার্ভিসে বিভিন্ন মানুষের ক্ষুদে বার্তা ও ফোন কলের ভিত্তিতে দ্রুততার সাথে তার কাছে খাবার পৌঁছে দিচ্ছে। সকাল থেকে গভীর রাত পর্যন্ত চলছে এ কার্যক্রম। হটলাইন সার্ভিসে সেবা দেওয়ার জন্যে কাজ করছে ১৫ জন সার্বক্ষণিক সেচ্ছাসেবক। হটলাইন সার্ভিসের মাধ্যমে খাদ্যসামগ্রীর মধ্যে রয়েছে চাল, তেল, ডাল, আলু, ও সাবান।
বিডি প্রতিদিন/আল আমীন