নীলফামারীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার মানবিক সহায়তা কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ে প্রধানমন্ত্রীর ভিডিও কনফারেন্সের মাধ্যমে সারাদেশে উদ্বোধনের পর নীলফামারীতে এ কর্মসূচি শুরু হয়।
অনুষ্ঠানে পাঁচজনকে নগদ আড়াই হাজার করে টাকা প্রদানের মাধ্যমে জেলায় প্রথম দিনে সহায়তা পান ৭৩ জন। এর সূচনা করেন জেলা প্রশাসক হাফিজুর রহমান চৌধুরী।
এর আগে ভিডিও কনফারেন্সে উপস্থি ছিলেন সংসদ সদস্য রানা মোহাম্মদ সোহেল, নারী আসনের সংসদ সদস্য রাবেয়া আলীম, পুলিশ সুপার মোহাম্মদ মোখলেছুর রহমান, নীলফামারী পৌরসভার মেয়র দেওয়ান কামাল আহমেদ।
জেলা প্রশাসক হাফিজুর রহমান চৌধুরী জানান, করোনার প্রভাবে কর্মহীন হয়ে পড়া জেলার ৬২ হাজার মানুষ পাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই মানবিক সহায়তা। মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে ২৫০০ টাকা করে টাকা দেয়া হচ্ছে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের।
বিডি প্রতিদিন/আল আমীন