খাগড়াছড়িতে পুলিশের এক এসআইসহ ৩ জনের করোনা পজেটিভ শনাক্ত হয়েছে। বুধবার রাতে খাগড়াছড়ির সিভিল সার্জন ডা. নুপুর কান্তি দাশ এ তথ্য নিশ্চিত করেছেন। চট্টগ্রাম ভেটেরিনারি এন্ড এনিমেলস সায়েন্স ইউনিভার্সিটির পরীক্ষাগারে ৩ জন নমুনা পজেটিভ শনাক্ত হয়।
ডা. নুপুর কান্তি দাশ জানান, আক্রান্ত একজন খাগড়াছড়ি সদরের পুলিশ সদস্য ও অন্য ২ জন মহালছড়ি উপজেলার বাসিন্দা। তবে কারও শরীরে এখনও কোন উপসর্গ নেই। দ্বিতীয় দফায় নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হবে।
মহালছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রিয়াঙ্কা দত্ত জানান, কোয়ারেন্টাইন শেষ করে বাড়ি ফেরার পর দুই জনের করোনা পজেটিভ এসেছে। এখন তাদের সংস্পর্শে থাকা চিকিৎসক ও স্বজনদের চিহ্নিত করে নমুনা সংগ্রহ করা হবে।
খাগড়াছড়ির পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল আজিজ জানান, করোনা পজেটিভ শনাক্ত হওয়া পুলিশের উপ পরিদর্শক (এসআই) গত ৪ মে পাবনা জেলা থেকে ছুটি শেষে খাগড়াছড়ি আসেন। নিয়মানুসারে তাকে পুলিশ লাইন্স বিদ্যালয়ে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে রেখে ৫ মে নমুনা সংগ্রহ করা হয়। তার শরীরে করোনা আক্রান্তের কোন উপসর্গ নেই।
প্রথম রোগী সুস্থ হওয়ায় খাগড়াছড়িকে গত ৯ মে করোনা মুক্ত ঘোষণা দিয়েছিল স্বাস্থ্য বিভাগ।
বিডি প্রতিদিন/ফারজানা