নেত্রকোনার পূর্বধলা উপজেলার সড়কে ধানের খড়ে গাদায় পিছলে দ্রুতগামী মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন।
বৃহস্পতিবার দুপুরে উপজেলার আগিয়া ইউনিয়নের আগিয়া মসজিদ সংলগ্ন রাস্তায় এ দুর্ঘটনা ঘটে।
এসময় ঘটনাস্থলেই চালক আমিরুল হক (৪৫) মারা যান। অপর আরোহী হেলাল (৩২) গুরুতর আহত হলে ময়মনসিংহ নেয়ার পথে মারা যান। তারা দু'জনই একই উপজেলার মহেশপট্টি ও কালডোয়ার গ্রামের বাসিন্দা।
নিহতের স্বজন সোহেল রানা জানান, দুপুরে দুই বন্ধু মোটরসাইকেল যোগে হুগলা বাজার থেকে পূর্বধলা আসছিলেন। এসময় পথিমধ্যে আগিয়া ইউনিয়নের আগিয়া মসজিদ সংলগ্ন রাস্তায় বনের উপর (ধানের খড়ের গাদায়) মোটরসাইকেল চাকায় স্লিপ কেটে নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যান।
এতে ঘটনাস্থলেই মারা যান চালক আমিরুল ইসলাম মারা যান। আরোহী হেলাল মিয়া ময়মনসিংহ হাসপাতালে যাওয়ার পথে মৃত্যু হয়।
পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তাওহীদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
বিডি প্রতিদিন/আরাফাত