করোনাভাইরাস দুর্যোগে অসহায় দরিদ্র মানুষের পাশে দাঁড়ালেন যশোরের শার্শা বিএনপির সাবেক দফতর সম্পাদক ও সাবেক সাংসদ মফিকুল হাসান তৃপ্তি।
বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি তারেক রহমানের নির্দেশনায় আজ বৃহস্পতিবার শার্শার ১১টি ইউনিয়নের প্রায় ৫ হাজার গরীব মানুষের হাতে ত্রাণ হিসাবে চাল, ডালসহ নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী তুলে দেন তিনি।
এ উপলক্ষে স্থানীয় বাগআঁচড়া বাজারে ত্রাণ সহায়তা প্রদান অনুষ্ঠানে বিভিন্ন ইউনিয়ন এবং ওয়ার্ড বিএনপির সভাপতি-সম্পাদকসহ স্থানীয় নেতাদের হাতে গ্রাম ভিত্তিক ত্রাণের মালামাল সরবরাহ করা হয়।
এ সময় তৃপ্তির পরিবারের লোকজন ছাড়াও উপজেলা বিএনপির সহ-সভাপতি সাবেক চেয়ারম্যান সিরাজুল ইসলাম তরফদার, যুগ্ম সম্পাদক সাবেক চেয়ারম্যান রহুল কুদুস, সাবেক চেয়ারম্যান মফিজুর রহমান ছোট, সাধারণ সম্পাদক মফিজুর রহমান, বেনাপোলের সভাপতি আলমগীর সিদ্দিক, যুবদল সভাপতি বেনাপোল পৌর কাউন্সিলর আব্দুল আহাদ, সাবেক কাউন্সিলর ইসহাক আলী, আব্দুল হক, মনা মেম্বার, আব্দুর রশিদ,বদিউজ্জামান, আল মামুন বাবলুসহ উপজেলা বিএনপি যুবদল, ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীসহ দলের সিনিয়র নেতৃবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/এনায়েত করিম