মায়ের ইচ্ছা পূরণ করতে টাঙ্গাইলের নাগরপুরের তেবাড়িয়ায় নিজের নানা বাড়িতে এসে কর্মহীন ১৪০ পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করেছেন টাঙ্গাইল -২ (গোপালপুর-ভূঞাপুর) আসনের জাতীয় সংসদ সদস্য তানভীর হাসান ছোট মনির।
বুধবার বিকেলে তিনি স্বপরিবারে তেবাড়িয়াতে নিজের নানা মরহুম ইসমাইল হোসেন খানের বাড়িতে এসে পৌঁছলে তাকে স্বাগত জানান তার নানা বাড়ির আত্মীয় স্বজনরা।
এ সময় সেখানে উপস্থিত আত্মীয় স্বজন ও এলাকাবাসীর উদ্দেশ্যে সাংসদ ছোট মনির বলেন, বিগত মা দিবসের দিন আমার মা হোসনে আরা বেগম আমাকে বলেন, 'বাবা তুমি তো বিভিন্ন অসহায় মানুষকে সাহায্য সহযোগিতা করছো। কিন্তু আমার ইচ্ছা এবার ঈদের আগে তুমি তোমার নানার বাড়িতে গিয়ে অসহায় মানুষের জন্য কিছু কর। মায়ের এইটুকু ইচ্ছাপূরণ করতে আজ আমরা দুই ভাই, ভাবিসহ স্বপরিবারে এখানে এসে আপনাদের পাশে দাঁড়িয়েছি। আপনারা আমার মা ও আমাদের জন্য দোয়া করবেন যেন আগামীতেও যেকোনো বিপদে আপনাদের পাশে দাঁড়াতে পারি। এ সময় ঈদ উপহার সামগ্রী বিতরণে আরও উপস্থিত ছিলেন, সাংসদের মা হোসনে আরা বেগম, বড় ভাই টাঙ্গাইল শহর আওয়ামী লীগের সহ-সভাপতি জেলা বাস ও কোচ মিনিবাস মালিক সমিতির মহাসচিব এবং টাঙ্গাইল চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রেজের সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া বড় মনি, ভাবী নিগার সুলতানা, ভাগ্নে নাগরপুর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. শাহীদুল ইসলাম অপু প্রমুখ।
বিডি প্রতিদিন/এনায়েত করিম