সামাজিক ও শারীরিক দূরত্ব মেনে জয়পুরহাটের শপিংমলগুলো পরিচালিত না হওয়ায় পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সকল শপিংমল, মার্কেট ও বিপণী বিতান বন্ধের সিদ্ধান্ত নিয়েছে জেলা প্রশাসন।
বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে ব্যবসায়ী নেতৃবন্দের সঙ্গে জরুরি সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। সিদ্ধান্তে নিত্য-প্রয়োজনীয় দোকান এবং কাঁচামালের দোকান সকাল থেকে বিকাল ৪টা পর্যন্ত খোলা থাকবে এবং জরুরি সেবা এই সিদ্ধান্তের বাহিরে থাকবে।
সভায় বক্তব্য রাখেন, স্থানীয় সংসদ সদস্য অ্যাডভোকেট সামছুল আলম দুদু, জেলা প্রশাসক মোহাম্মদ জাকির হোসেন, পুলিশ সুপার সালাম কবির, জেলা পরিষদ চেয়ারম্যান আরিফুর রহমান রকেট, পৌর মেয়র মোস্তাফিজুর রহমান মোস্তাক, চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আনোয়ারুল হক আনু জয়পুরহাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক খ.ম আব্দুর রহমান রনি প্রমুখ।
বক্তারা জানান, জেলায় লকডাউনের মধ্যেও মানবিক বিবেচনায় সামাজিক দূরত্বসহ স্বাস্থ্যবিধি মেনে আধা বেলা শপিংমল ও বিপণী বিতানগুলো খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছিল প্রশাসন। কিন্তু সেই স্বাস্থ্যবিধির তোয়াক্কা না করে ক্রেতা-বিক্রেতারা বেচা-কেনা করছে যে যার ইচ্ছামত।
অন্যদিকে জেলায় প্রতিদিনই বাড়ছে করোনা রোগীর সংখ্যা। এ অবস্থায় ব্যবসায়ী নেতৃবৃন্দের সম্মতিক্রমে আগামীকাল শুক্রবার থেকে জেলার সকল শপিংমল, মার্কেট ও বিপণী বিতান বন্ধের সিদ্ধান্ত গ্রহণ করে প্রশাসন।
বিডি প্রতিদিন/আরাফাত