করোনাভাইরাসের দুর্যোগ মোকাবেলায় নরসিংদীতে অসহায়, কর্মহীন ও দরিদ্রদের মাঝে খাদ্যসামগ্রী, সুরক্ষা সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্র সদর ব্রাঞ্চের উদ্যেগে আইডিয়াল হাইস্কুল মাঠে এসব বিতরণ করা হয়।
কেউ যেন অভুক্ত না থাকে সে বিষয়টি মাথায় রেখে জেলা প্রশাসনের সাথে সমন্বয় করে পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্রে এসব খাদ্যসামগ্রী বিতরণ করেন জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইন।
এসময় উপস্থিত ছিলেন পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্রের নরসিংদী এরিয়া ম্যানেজার মোহাম্মদ আলমঙ্গীর, মো. মিজানুর রহমান, এরিয়া ম্যানেজার মৌচাক এবং ব্রাঞ্চ ম্যানেজার মো. উবায়দুর ইসলাম, মো. আশরাফুল ইসলামসহ ব্রাঞ্চের কর্মকর্তা।
মানবিক সহায়তা সামগ্রীর মধ্যে জন প্রতি ১০ কেজি চাল, ৫ কেজি আলু, ১ কেজি মুসুর ডাল, ১ কেজি লবণ, স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী সাবান মাস্ক ও নগদ দুই শত টাকা।
জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইন বলেন, মানুষ মানুষের জন্য। এরই প্রমাণ রেখেছে মানবিক উন্নয়ন কেন্দ্রে। এখন সবার উচিত, যার যার অবস্থান থেকে মানুষের পাশে দাঁড়ানো।
পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্রের নরসিংদী এরিয়া ম্যানেজার মোহাম্মদ আলমঙ্গীর বলেন, সারা দেশেই পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্রে দেশের বিভিন্ন এলাকার মানুষের পাশে দাঁড়িয়েছে। এই অংশ হিসেবে নরসিংদীতে শতাধিক পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী, সুরক্ষা সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করা হয়।
বিডি প্রতিদিন/এনায়েত করিম