বগুড়া জেলা বিএনপি থেকে নিম্ন মধ্যবিত্তদের মাঝে নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে জেলা কার্যালয়ে জেলা বিএনপির আহবায়ক ও বগুড়া-(৬) সদর আসনের সংসদ সদস্য গোলাম মো. সিরাজের পক্ষে বিএনপির নেতৃবৃন্দ এই নগদ অর্থ প্রদান করেন। করোনাভাইরাসের কারণে কর্মহীন হয়ে পড়া নিম্ন মধ্যবিত্ত প্রায় ১০০ জনের মধ্যে দ্বিতীয় পর্যায়ে এক হাজার করে টাকা বিকাশ করে দেওয়া হয়। যারা জনসম্মুখে আসতে পারছে না তাদের মাঝে এই টাকা বিতরণ করা হচ্ছে।
এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহবায়ক অ্যাডভোকেট একেএম সাইফুল ইসলাম ও ফজলুল বারী তালুকদার বেলাল, জেলা যুবদলের আহবায়ক খাদেমুল ইসলাম খাদেম, যুগ্ম আহবায়ক জাহাঙ্গীর আলম, ছাত্রদল সভাপতি আবু হাসান প্রমুখ।
বিডি প্রতিদিন/আল আমীন