বগুড়ায় পারিবারিক বিরোধের জের ধরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে সুরুজ হোসেন (৩০) নামে এক যুবক খুন হয়েছেন। বুধবার রাত ৩টায় চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। নিহত সুরুজ মালগ্রাম মধ্যপাড়ার ডাবলু মিয়ার ছেলে।
বগুড়া সদর থানা পুলিশ সূত্রে জানা যায়, বগুড়া শহরের মালগ্রামের চাপরপাড়া ও মধ্যপাড়ায় ২ পরিবারের মধ্যে বিরোধ চলছিল। এ নিয়ে বুধবার সকালে মারপিটের ঘটনা ঘটে। ওই সময় সুরুজ একজনের পক্ষ নিয়ে কথা বলেন। এ কারণে বিকেলের দিকে প্রতিপক্ষ একা পেয়ে সুরুজকে ছুরিকাঘাত করেন। স্থানীয়রা উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে তিনি মারা যায়। স্থানীয়রা জানায়, সুরুজের স্থানীয় এক যুবকের মাদক ও পারিবারিক বিষয়াদি নিয়ে বিরোধ চলছিল।
বগুড়া সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রেজাউল করিম জানান, ঘটনার পর থেকে জড়িতদের গ্রেফতারের জন্য অভিযান চলছে। লাশ ময়না তদন্তের জন্য ওই হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলেও উল্লে¬খ করেন তিনি।
বিডি প্রতিদিন/আল আমীন