কুড়িগ্রামের রৌমারীতে বসতভিটার জমিজমার সীমানা সংক্রান্ত বিরোধের জেরে একজন নিহতের ঘটনা ঘটেছে। এতে বুধবার রাতেই নিহতের ছেলে বাদি হয়ে থানায় মামলা করলে দুইজনকে গ্রেফতার করে পুলিশ।
এর আগে বুধবার বিকেলে উপজেলার দাঁতভাঙ্গা ইউনিয়নের চর বড়াইকান্দি গ্রামে এ ঘটনা ঘটে। পরে রৌমারী থানায় ১০ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করা হয়।
নিহত ব্যক্তি রৌমারীর বড়াইকান্দি গ্রামের মৃত টুনু মিয়ার ছেলে রফিকুল ইসলাম।গ্রেফতাররা হলেন-চর বড়াইকান্দি গ্রামের নইবর আলীর ছেলে মুকুল হোসেন (৪৫) ও তার ছেলের বউ আবুল হোসেনের স্ত্রী ছাবিয়া বেগম (৪৮)।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, টুনু মিয়ার ছেলে রফিকুল ও একই গ্রামের নইবর আলীর ছেলে আবুল হোসেন (৪৪) গং এর সাথে দীর্ঘদিন যাবত বসতভিটার সীমানা সংক্রান্ত বিরোধ চলছিল। বুধবার বিকেলে আবুল হোসেন জোর পূর্বক রফিকুলের ভিটায় টিন দিয়ে বেড়া দিতে থাকেন। এসময় নিহতের ছোট ছেলে রায়হান মিয়া বাধা দিলে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ বাধে। এক পর্যায় আবুল হোসেনের লোকজন রফিকুল ইসলামের মাথায় লোহার রড দিয়ে আঘাত করলে তিনি গুরুতর আহত হন। পরে এলাকাবাসী তাকে উদ্ধার করে রৌমারী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার সময় রাত ৮টার দিকে পথে তার মৃত্যু ঘটে।
এ ব্যাপারে রৌমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু মো. দিলওয়ার হাসান ইনাম জানান, এ ঘটনায় নিহতের ছেলে ১০ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করলে অভিযুক্তদের মধ্যে ২ জনকে গ্রেফতার করা হয়েছে। বাকিদের গ্রেফতারের চেষ্টা চলছে বলেও জানান তিনি।
বিডি প্রতিদিন/এনায়েত করিম