ময়মনসিংহ নগরীর আকুয়ায় অয়ন (২০) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার রাত সাড়ে আটটার দিকে ওই এলাকার একটি ইটখলায় এ ঘটনা ঘটে। ৩ নং পুলিশ ফাড়ির ইনচার্জ মো দুলাল উদ্দিন আকন্দ এই খবর নিশ্চিত করেছেন।
তিনি জানান, স্থানীয়রা অয়নের মরদেহ উদ্বার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনাস্থলে পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা আছেন। তদন্তের পর হত্যার রহস্য জানা যাবে।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ