কিশোরগঞ্জের কটিয়াদীতে বজ্রপাতে দুইজনের মৃত্যু হয়েছে। তারা হলেন- আচমিতা ইউনিয়নের পাইকসা গ্রামের মৃত হাবিজ মিয়ার ছেলে লাল মিয়া (৫০) ও চান্দুপুর ইউনিয়নের মীরেরপাড়া গ্রামের মিশ্রু মিয়ার ছেলে ইন্নছ আলী ওরফে ইউসুফ (৫৫)।
স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বিকালে মুষলধারে বৃষ্টি শুরু হয়। এ সময় বৃষ্টির সাথে বজ্রপাতও হয়। বাড়ির পাশের উঠা বিল থেকে গরু আনতে গেলে লাল মিয়া বজ্রপাতে গরুসহ মারা যায়।
অন্যদিকে, জমি থেকে ধান নিয়ে আসার সময় মীরেরপাড়া গ্রামের ইউসুফ বজ্রপাতে ঘটনাস্থলেই মারা যায়।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ