নরসিংদীর শিবপুরের ধানি জমিগুলোতে দুলছে পাকা ধান। পাকা ধানের ঘ্রানে মাতোয়ার কৃষক। আনন্দে কৃষক পরিবার। কিন্তু শ্রমিক সংকটের কারণে মনে বিষাদের সুর। তাই শ্রমিক সংকট নিরসনে প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী কৃষকের পাশে দাঁড়িয়েছে জেলা যুবলীগ। দিনভর জেলা যুবলীগ ও শিবপুর উপজেলা যুবলীগের অর্ধশতাধিক নেতাকর্মী বাজনাব গ্রামের চার দরিদ্র কৃষকের পাকা ধান কেটে মাড়াই করে বাড়ি পৌঁছে দিয়েছেন।
দিনভর এই ধান কাটা কর্মসূচিতে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা আওয়ামী যুবলীগের সভাপতি বাবু বিজয় কৃষ্ণ গোস্বামী, সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান শামীম নেওয়াজ, সহসভাপতি সামসুল ইসলাম মোল্লা, সাংগঠিক সম্পাদক ইফতেখার উদ্দিন খান নিপুন, উপপ্রচার সম্পাদক খোকন সরকার, শিবপুর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শেখ কামাল, মাছিমপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি শফিকুল ইসলাম মোল্লা, শিবপুর পৌরসভা যুবলীগের সাধারণ সম্পাদক বিল্লাল হোসন প্রমুখ।
বিডি প্রতিদিন/আল আমীন