ফেনীতে নতুন করে আরও ২ জনের করোনা শনাক্ত হয়েছে। ফেনীর সিভিল সার্জন ডা. সাজ্জাদ হোসেন জানান, আক্রান্তদের মধ্যে এক জন ফেনী সদর উপজেলার ও অন্য জন ছাগলনাইয়া উপজেলার। এ নিয়ে ফেনীতে মোট অক্রান্তের সংখ্যা ২৮।
স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, আক্রান্তদের মধ্যে এক জন (৩০) ফেনী সিভিল সার্জন কার্যালয়ের কর্মচারী। তিনি ফেনী শহরে থাকেন। তার গ্রামের বাড়ি নোয়াখালি। অপরজনের (৩৫) বাড়ি ছাগলনাইয়া উপজেলায় পৌর এলাকায়। তিনি মাইক্রোবাস চালক ও স্থানীয় রেন্টএ কার প্রতিষ্ঠানের মালিক।
ফেনী স্বাস্থ্য বিভাগের সমন্বয়ক ডাঃ শরফুদ্দিন মাহমুদ জানান, জেলায় এই পর্যন্ত মোট ৫ জন সুস্থ হয়েছেন। আক্রান্তদের মধ্যে ফেনী সদর উপজেলার ১০ জন, দাগনভূঞার ৫ জন, ফুলগাজীর ২জন, ছাগলনাইয়ার ৮জন, সোনাগাজীর ২জন ও অনান্য ১জন।
বিডি প্রতিদিন/ফারজানা