বগুড়ায় মাদক নিয়ে ও পূর্ব বিরোধের জের ধরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে সুরুজ হোসেন হত্যার ঘটনায় রানা নামের (৩৫) যুবককে পুলিশ আটক করেছে। বৃহস্পতিবার রাতে শহরের মালগ্রাম এলাকা থেকে তাকে আটক করে বগুড়া সদর থানায় নেওয়া হয়।
জানা যায়, বগুড়া সদর উপজেলার মালগ্রাম মধ্যপাড়ার ডাবলু মিয়ার ছেলে সুরুজ হোসেনকে মাদক সংক্রান্ত পূর্ব বিরোধের জের ধরে ১৩ মে বিকেলে প্রতিপক্ষরা ছুরিকাঘাত করে। পরে স্থানীয়রা উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করে দিলে ওই দিন রাত ৩ টায় চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়। এ ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে।
শুক্রবার বগুড়া স্টেডিয়াম ফাঁড়ির ইনচার্জ এনায়েতুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে এক যুবককে (৩৫) গ্রেফতার করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ এসএম বদিউজ্জামান জানান, সুরুজ হত্যার ঘটনায় নিহতের বড় ভাই পিটু শেখ বাদি হয়ে ৫ জনকে আসামি করে মামলা দায়ের করেছে। এ ঘটনায় রানা নামের এক যুবককে গ্রেফতার করেছে।
বিডি প্রতিদিন/আল আমীন