সামাজিক দূরত্ব বজায় রাখার শর্তে ঈদে কেনাকাটার সুবিধায় সরকারিভাবে সীমিত আকারে শপিং মল খোলার নির্দেশ থাকলেও সেই নির্দেশনা মানা হচ্ছে না ব্রাহ্মণবাড়িয়ায়।
জেলার বিভিন্ন বিপণি বিতান ও মার্কেটগুলোতে ঠাসাঠাসি করেই গ্রাহকরা কাপড় কেনা কাটা করছে। ব্যবসায়ীদের সামাজিক দূরত্বের ব্যাপারে সতর্ক করা হলেও তারাও এ শর্ত পালন করছেন না। ফলে সংক্রমণ ঝুঁকি বাড়ছে।
প্রতিদিন ভোর ৫টা থেকে বিকেল পর্যন্ত বিভিন্ন কৌশলে দোকান বাহির থেকে তালা দিয়ে ভেতরে মানুষের জটলা রেখে কেনা বেচা করছে। এভাবেই চলছে শহরের দোকান গুলোতে লুকোচুরির খেলা। এতে সামাজিক দূরত্ব মানার কোনো বালাই নেই। এদিকে বিপণি বিতানগুলোতে সামাজিক দূরত্ব নিশ্চিত করতে বিভিন্ন মার্কেটে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত।
শুক্রবার দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রশান্ত বৈদ্য সেনাবাহিনীসহ আইনশৃঙ্খলা বাহিনীকে সাথে নিয়ে কোর্ট রোড, নিউ মার্কেট, সিটি সেন্টারসহ বিভিন্ন মার্কেটে অভিযান চালায়। এ সময় স্বাস্থ্যবিধি না মানায় বেশ কয়েকটি প্রতিষ্ঠানকে আর্থিক জরিমানা করা হয়।
উল্লেখ্য, গত সপ্তাহে ব্যবসায়ী নেতারা জেলা প্রশাসকের সাথে বৈঠক করে বিপণি বিতান গুলো ঈদ পর্যন্ত বন্ধ রাখার ঘোষণা দেয়।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন