করোনা পরিস্থিতিতে বগুড়ায় কর্মহীন হয়ে পড়া অস্বচ্ছল, নিম্নবিত্ত ৫ শতাধিক পরিবারে খাদ্যসামগ্রী বিতরণ করেছে জাগো ফাউন্ডেশন। শুক্রবার সকালে বগুড়া জিলা স্কুল মাঠে সামাজিক দূরত্ব বজায় রেখে প্রথম ধাপে ১০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
অলাভজনক সামাজিক সংগঠন জাগো ফাউন্ডেশনের খাদ্যসামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন বগুড়া জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাবেক প্রচার সম্পাদক সুলতান মাহমুদ খান রনি, শাজাহানপুর উপজেলা চেয়ারম্যান প্রভাষক সোহরাব হোসেন সান্নু, বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এসএম বদিউজ্জামান, ব্যবসায়ী নেতা পরিমল প্রসাদ রাজ, মোস্তাক হামেদ, ডা. সুজিত তালুকদার, সঞ্জু রায়, মিজানুর রহমান, হারেজ আল বাকী প্রমুখ।
খাদ্যসামগ্রীর প্রতিটি প্যাকেটে ছিল ১২ কেজি চাল, ৩ কেজি আলু, ২ কেজি মসুর ডাল, ১ কেজি লবণ, ১ লিটার তেল, ২ কেজি আটা, ১ কেজি পিয়াজ, আধা লিটার দুধ।
বিডি প্রতিদিন/আল আমীন