কৃষকদের উৎপাদিত পণ্য পরিবহণের জন্য নীলফামারী-খুলনা পথে চলাচল শুরু করেছে পণ্যবাহী পার্সেল ট্রেন। আজ শুক্রবার সকাল সাড়ে নয়টায় চিলাহাটি স্টেশন থেকে কাঁচা মরিচ, টমেটো, আদা ও সুপাড়িসহ বিভিন্ন পণ্য নিয়ে যাত্রা শুরু করে এই পার্সেল ট্রেন। এরপর ডোমার, নীলফামারী ও সৈয়দপুর স্টেশন থেকে পণ্য নিয়ে খুলনার উদ্দেশ্যে ছাড়ে ট্রেনটি।
নীলফামারী থেকে খুলনা, যশোর, ঈশ্বরদী, দর্শণা ও চুয়াডাঙ্গা যাচ্ছে এসব পণ্য। ট্রেনটি খুলনা থেকে শনিবার এবং চিলাহাটি থেকে রবিবার বাদে বাকি পাঁচদিনই পণ্য পরিবহন করবে এই পথে। এর আগে বৃহস্পতিবার রাতে খুলনা থেকে চিলাহাটি স্টেশনে পৌঁছায় এই ট্রেন।
বিডি প্রতিদিন/আল আমীন