কুড়িগ্রামে করোনা পরিস্থিতিতে পৌরসভার ৯টি ওয়ার্ডের ২ হাজারের বেশি পরিবারে ত্রাণ বিতরণ করা হয়েছে। শুক্রবার সকালে পৌর এলাকার নাজিরায় নিজস্ব বাসভবনে পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাফিজার রহমান সাজুর পক্ষে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান আমান উদ্দিন আহমেদ মঞ্জু কর্মহীন ও দুস্থ পরিবারে মাঝে এসব বিতরণ করেন। ত্রাণসামগ্রীর মধ্যে ছিল ৫ কেজি চাল, তেল, চিনি, শেমাই, সাবান ও মিষ্টি কুমড়া।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুর রব রাজু, জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য আব্দুল মোত্তালেব, সাবেক ছাত্রলীগ নেতা রিপন আহমেদ, তৌফিকুল ইসলাম টুটুল, নুর মোহাম্মদ বাপ্পি, যুবলীগ সদস্য বাবু প্রমুখ।
বিডি প্রতিদিন/আল আমীন