জয়পুরহাটের আক্কেলপুর উপজেলা খাদ্য গুদাম থেকে পাচারের সময় ৫০ মেট্রিক টন গমসহ তিনটি ট্রাক জব্দ করেছে র্যাব ও পুলিশ। শুক্রবার দুপুরে এ ঘটনা ঘটে।
র্যাব জানায়, আক্কেলপুর পৌর এলাকার হাসতাবসন্তপুর বিলের আশ্রয়ন প্রকল্পের সংস্কার কাজের জন্য ৩৯১ মেট্রিক টন গম বরাদ্দ হয়। কিন্ত সংশ্লিষ্ট কমিটি বেশি লাভের আশায় সরকারি নির্দেশনা অমান্য করে শ্রমিক না লাগিয়ে এক্সিভেটর (ভেকু) মেশিন দিয়ে মাটি কাটার কাজ শুরু করেন। এরপর কাজ শেষ না করেই খাদ্য গুদাম থেকে বরাদ্দের গমগুলো অন্যত্র বিক্রি করে দেয় কমিটির সদস্যরা।
শুক্রবার জুমার নামাজের সময় খাদ্য গুদাম থেকে গোপনে ৩টি ট্রাকে ৫০ মেট্রিক টন গম পাচারের সময় পুলিশ ও র্যাব সদস্যরা গমগুলো জব্দ করে। এ সময় ট্রাক ফেলে চালক, হেলপার, গমের মালিক ও উপজেলা খাদ্য গুদামের লোকজন পালিয়ে যায়।
এ ব্যাপারে আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ওবায়েদ জানান, এ ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ