অসহায় গর্ভবতী এক নারীকে হাসপাতালে নিয়ে ডেলিভারি করালেন নাসিক সিদ্ধিরগঞ্জের সংরক্ষিত নারী কাউন্সিলর আয়শা আক্তার দিনা। পরে ওই অসহায় নারীর ফুটফুটে ছেলে সন্তানের জন্ম হয়।
মা ও নবজাতক দুইজনই সুস্থ আছেন বলে জানিয়েছেন নারী কাউন্সিলর দিনা। এক নারী সাংবাদিকের সহায়তায় তিনি ওই অসহায় নারীর ডেলিভারি করানোর ব্যবস্থা করেন।
এ নিয়ে নারী কাউন্সিলর আয়শা আক্তার দিনা সামাজিক যোগাযোগ মাধ্যমে নবজাতকের কয়েকটি ছবিসহ পোস্ট দেন।
সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট থেকে জানা যায়, নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লা স্টেডিয়ামের পাশে এক অসহায় নারী ডেলিভারি ব্যথায় কাতরাচ্ছে। এক নারী সাংবাদিকের মাধ্যমে খবর পেয়ে নারী কাউন্সিলর আয়শা আক্তার দিনা ওই গর্ভবতী মাকে সিদ্ধিরগঞ্জের এসওরোড এলাকার সুফিয়া জেনারেল হাসপাতালে নিয়ে যান। পরে সেখানে নানা পরীক্ষা-নিরীক্ষা করার পর ডেলিভারি করালে ওই অসহায় মা একটি ফুটফুটে পুত্র সন্তানের জন্ম দেন। মা ও নবজাতক দুইজনই সুস্থ আছেন বলে জানিয়েছেন নারী কাউন্সিলর দিনা।
এর আগেও গত ৬ মে ফোন পেয়ে এক অসহায় নারীকে হাসপাতালে নিয়ে ডেলিভারি করান নারী কাউন্সিলর আয়শা আক্তার দিনা। হাসপাতালে ওই নারীও পুত্র সন্তানের জন্ম হয়েছিলেন। এ নিয়ে তিনি ২ জন অসহায় মাকে ডেলিভারি করালেন।
বিডি প্রতিদিন/এনায়েত করিম