তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে পটুয়াখালীতে এক যুবককে পিটিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন। আজ শুক্রবার বিকালে সদর উপজেলার কালিকাপুর ইউনিয়নের মুচিরপোল এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত রুবেল চৌকিদার (৩০) কালিকাপুর ইউনিয়নের পূর্ব শারিকখালী এলাকার ফারুক চৌকিদারের ছেলে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে আটক করেছে পুলিশ। তারা হলো- ফিরোজ হাওলাদার ও তার ভাই মামুন হাওলাদার এবং প্রতিবেশী মেহেদি হাসান।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আক্তার মোর্শেদ জানান, এলাকার ছোট ভাই বড় ভাইকে সম্মান দেখানো নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে প্রতিবন্ধী জুয়েল চৌকিদারকে মারধর করে ফিরোজ ও তার সহযোগীরা।
খবর পেয়ে জুয়েলের বড় ভাই রুবেল চৌকিদার ফিরোজ গংদের কাছে গিয়ে জানতে চায় কেন তার ভাইকে মারধর করা হয়েছে।
বাকবিতাণ্ডার এক পর্যায়ে ফিরোজ কাঠের টুকরো (চলা) দিয়ে রুবেলকে মাথায় আঘাত করলে ঘটনাস্থলে লুটিয়ে পড়ে সে। এসময় ফিরোজকেও মারধর করে রুবেলের লোকজন। গুরুত্বর রক্তাক্ত অবস্থায় রুবেলকে পরে স্থানীয়রা উদ্ধার করে পটুয়াখালী জেনারেল হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
অভিযুক্ত ফিরোজও পুলিশি নজরদারিতে পটুয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
বিডি প্রতিদিন/আরাফাত