রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের কালুখালী উপজেলার গান্ধিমারা এলাকায় ট্রাকের ধাক্কায় এমরান শেখ (২৯) নামে এক ব্যাটারিচালিত অটোচালক নিহত হয়েছেন।
নিহত অটোচালক রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর ইউনিয়নের চর-চাঁদপুর গ্রামের আব্দুল হাই শেখের ছেলে।
শনিবার সকাল ৭টার দিকে গান্ধিমারা নার্সারী বাগান সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পাংশা হাইওয়ে থানার ওসি মো. লিয়াকত আলী বলেন, শনিবার ভোরে ট্রাক ও ব্যাটারিচালিত অটোটি রাজবাড়ী থেকে কুষ্টিয়ার দিকে যাচ্ছিল। ট্রাকটি গান্ধিমারা নামক এলাকায় পৌছালে অটোটিকে ধাক্কা দিলে অটোচালক এমরান শেখ ঘটনাস্থলে নিহত হন। ট্রাকটি উদ্ধার করে থানায় রাখা হলেও ট্রাক চালক পালিয়ে গিয়েছে বলে জানায় পুলিশের এই কর্মকর্তা।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন