রংপুরের গঙ্গচড়ায় স্ত্রী ও একমাত্র সন্তানকে হত্যার পর দিনমজুর স্বামী আত্মহত্যা করেছে। শনিবার সকালে উপজেলার বড়বিল ইউনিয়ৈনের বালাপাড়া গ্রাম থেকে নিহতদের লাশ উদ্ধার করা হয়। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রমেক মর্গে পাঠিয়েছে। নিহতরা হল স্বামী হাফিজুর রহমান (৩২) স্ত্রী ফাতেমা বেগম (২৪) ও তাদের দেড় বছরের শিশুকন্য হুমায়ারা।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, পারিবারিক কলহের জের ধরে শুক্রবার রাতে কোন এক সময়ে হাফিজুর রহমান স্ত্রী ও সন্তানকে ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে হত্যা করে। পরে নিজে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।
এলাকাবাসী জানান, হাফিজুর দিন মজুরি করে সংসার চালত। অভাব অনটনের কারণে সংসারে প্রায়ই অশান্তি লেগে থাকতো। অশান্তির জের ধরেই স্ত্রী সন্তানকে হত্যার পর হাফিজুর নিজেই আত্মহত্যা করেছে।
গঙ্গচড়া মডেল থানার ওসি সুশান্ত কুমার সরকার জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে স্ত্রী ও সন্তানকে হত্যার পর হাফিজুর আত্মহত্যা করেছে। নিহতদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রমেক মর্গে পাঠানো হয়েছে।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ