বগুড়ার আদমদীঘি উপজেলা সদরের সরকারি লিজকৃত একটি পুকুরে বিষ প্রয়োগ করে প্রায় ২ লাখ টাকা মূল্যের ১০ লাখ পাঙ্গাস মাছের পোনা মাছ নিধন করেছে।
শুক্রবার রাতে কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে।
সরেজমিনে জানা যায়, আদমদীঘি সদর ইউনিয়নের কদমা মৌজায় ইকরাগাড়ী নামক সরকারি পুকুরটি ওই গ্রামের রতন আকন্দ লিজ নিয়ে মাছ চাষ করে আসছে। গত এক সপ্তাহ পূর্বে ওই পুকুরে প্রায় ১০ লাখ পাঙ্গাস মাছের রেনু পোনা ছাড়েন মৎস্য চাষী রতন। শুক্রবার গভীর রাতে কে বা কারা ওই পুকুরে বিষ প্রয়োগ করে প্রায় ২ লাখ টাকার পোনা ক্ষতি সাধন করে।
এ বিষয়টি থানা পুলিশকে অবহিত করা হয়েছে।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন