বরগুনার আলিয়া মাদ্রাসা পুকুর থেকে আশ্রাফুল ইসলাম তৌহিদ (১০)নামের এক শিশুর মৃতদেহ আজ সকালে উদ্ধার করেছে স্থানীয় বাসিন্দরা।
শিশুটির পারিবারিক সূত্র থেকে জানা গেছে, তৌহিদ একজন বুদ্ধি প্রতিবন্ধী। সাতার না জানায় পানিতে তার ভয় ছিলো। শুক্রবার সকালে সে নিখোঁজ হবার পরে খুঁজে না পাওয়ায় মাইকিং করা হয়। রাতে থানায় সাধারন ডাইরি করা হয়।
শিশুটির বাবার নাম আ্যাডঃ মোশারেফ হোসেন। গ্রামের বাড়ী আমতলী উপজেলায়। পুলিশ লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন