কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার গোপদিঘী জিন্নাতুন্নেছা উচ্চ বিদ্যালয়ের এসএসসি ১৯৯৮ ব্যাচের শিক্ষার্থীরা ২৫০টি পরিবারকে ঈদ উপহার দিয়েছে। আজ শনিবার দুপুরে বিদ্যালয় প্রাঙ্গনে সামাজিক দূরত্ব মেনে প্রত্যেকের হাতে উপহার সামগ্রী তুলে দেওয়া হয়।
উপহার সামগ্রীর মধ্যে রয়েছে ২ প্যাকেট সেমাই, ১ কেজি চিনি, ১ কৌটা দুধ, ১ কেজি পিয়াজ, ২ কেজি আলু, ১ কেজি মুড়ি ও ১ কেজি ময়দা।
এ সময় এসএসসি ১৯৯৮ ব্যাচের পক্ষে রিয়াজ উদ্দিন, সোহেল রানা, আরাধন কর্মকার, মাসুদ রানা, ইশতিয়াক হায়দার পিয়াস, সেলিম মিয়া প্রমুখ উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/আল আমীন