জয়পুরহাটের আক্কেলপুরে পুলিশ পরিচয় দিয়ে বিভিন্ন যানবাহনে চাঁদাবাজী করার সময় এক প্রতারককে আটক করেছে থানা পুলিশ। এসময় তার দুই সহযোগী পালিয়ে গেছে। আজ শনিবার দুপুরে জেলার আক্কেলপুর উপজেলার তিলকপুর বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
আটক প্রতারক মেহেদী হাসান পাশ্ববর্তী বগুড়ার আদমদিঘি উপজেলার সান্তাহার নতুন বাজার এলাকার সিদ্দিকুর রহমানের ছেলে।
আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু ওবায়েদ জানান, আটক মেহেদী হাসানসহ ৩ প্রতারক তাদের মোটরবাইকে পুলিশের স্টিকার ব্যবহার করে ও নিজেদের পুলিশ কর্মকর্তা পরিচয় দিয়ে ধান কাটা শ্রমিকদের পারিবহনের মাইক্রোবাস, ট্রাক, পিক-আপ, শ্যালোচালিত ভটভটি, ব্যাটারিচালিত ইজি বাইকসহ বিভিন্ন যানবাহন থেকে চাঁদা আদায় করছিলেন। বিষয়টি সন্দেহ হলে স্থানীয়রা পুলিশকে খবর দেয়।
পুলিশের উপস্থিতি টের পেয়ে ২ সহযোগী পালিয়ে গেলেও ঘটনাস্থল থেকে মেহেদী হাসানকে আটক করে পুলিশ।
বিডি প্রতিদিন/এনায়েত করিম